২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা এর পরীক্ষগণের খসড়া ডি.আর প্রকাশ করা হয়েছে। উক্ত ডি.আর এর সংশোধনের নিমিত্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক / সুপারগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মো: মনির উজ্জামান খান
উপজেলা শিক্ষা অফিসার (চ.দা.)
দৌলতখান, ভোলা।